মাতালের প্রেম - কবিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন

Image

মাতালের প্রেম - কবিতা 

প্রেমের নেশায় মাতাল তুমি,

চলছো হেলে দুলে।

ফিরছ না তো জ্ঞানে।

নেশার মাঝে তুমি যখন,

দেখতে পেলে এক গরু।

ভাবলে তুমি মনের পরী!

প্রেম হয়ে গেলো একেবারে শুরু।

কাছে গিয়ে বললে তুমি,

ওগো আমার প্রিয়।

মনের মাঝে সব সময়

 উঁকি তুমি দিও।

নেশার তালে মনে নেই তোমার,

সামনে রয়েছে গরু।

তুমি ভাবছো এখান থেকেই,

প্রেম হয়ে গেল শুরু।

প্রেমের নেশায় তুমি যখন গরুকে দাও চুমু,

গরুটা তখন গা ঝাকায় বুঝলে নাকো তবু।

হঠাৎ যখন হুঁশ ফিরে যায় দেখলে তুমি জলে,

ভেবে দেখো প্রেম করেছিলে কার সাথে ভুলে।

যখন তুমি বাড়ি ফিরো ভেজা গা নিয়ে,

সবাই তোমায় মাতাল বলে, চলবে কি করে!

আরো কিছু কবিতা -

ফেসবুকের ফাঁদ - কবিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন

টুনটুনি পাখি - ছোটদের মজার ছড়া জেনে নাও

 ভালোবাসার ছোঁয়া - কবিতা সম্পর্কে জেনে নাও

 বইয়ের বাইরে - মজার গল্প জেনে নাও


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url