পরীক্ষার প্রহর কবিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন

 

Image

পরীক্ষার প্রহর কবিতা 

কাল ভোরে যখন ফুটবে আলো,

শুরু হবে নতুন এক পরীক্ষা।

মনের কোনে তাইতো চিন্তা ভাসে,

পড়ার বইটা উল্টাইয়া।

নিশ্বাস গোনা রাত্রির আধার,

চোখে ঘুম নেই, তাই মন ভার।

যখন শব্দরা সব নীরব হলো, তখন

মনের কোনে আতঙ্ক জমা হল।

নানা প্রশ্নের ভিড়ে হারিয়ে যাই আমি,

মনে উত্তরের তৃষ্ণা সবই শূন্য জানি।

কালকে থেকে হবে নতুন যুদ্ধ শুরু,

স্বপ্ন পূরণের একাকী পথ চলা।

তবু মনে সাহস যুগিয়ে বলি,

ভয় কিসের আমার!

জীবনের পথে থাকবে না কোন বাধা,

আলোর দিকে রেখেছি আমার চোখ।

জানি, যুদ্ধ শেষে উজ্জ্বল হবে সবার মুখ।।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url