ফেসবুকের ফাঁদ - কবিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন

Image

ফেসবুকের ফাঁদ - কবিতা 

ফেসবুকে বন্ধু খুঁজি, নাম তার রাহাত,

প্রোফাইলে ছবিতার খুবই হ্যান্ডসাম। 

রুপ দেখে মনে হয় সে যেন রাজা,

ছবিতে তার লাইক পড়ে, পায় অনেক সাড়া।

হঠাৎ একদিন হয়ে গেল তার সাথে দেখা,

তার সামনে দাঁড়াতেই চোখ হলো ছানাবড়া।

প্রোফাইলে ছবি এক, সামনে অন্য রাহাত!

ভাবলাম, এই বুঝি সব এ আই টুলস এর এডিটিং ফেক,

তার সামনে দাঁড়িয়ে বললাম, রাহাত ভাই,

কেন তোমার এত চেন্জ!

সে দাঁত বার করে হাসে আর বলে,

এটাই আমার ফেসবুকের রেঞ্জ।

তখন আমি ভাবলাম এভাবেই মেয়েরা খায় বুঝি ধোকা,

ফেক ছেলেদের প্রেমে পড়ে হয়ে যায় বোকা।।

ফেসবুক হল একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে সকল ধরনের মানুষের বিচরণ রয়েছে। যার কারণে মানুষ মিথ্যার আশ্রয় নেয় সবচেয়ে বেশি। মানুষ মানুষকে ধোকা দেয়। মানুষ হলো শ্রেষ্ঠ জীব। এই কথা মাথায় রেখে কেউ কাউকে ধোঁকা না দিয়ে মনুষত্ব বজায় রাখা উচিত।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url