ভালোবাসার ছোঁয়া - কবিতা সম্পর্কে জেনে নাও
কবিতা হলো মনের এক অনুভূতির নাম যা কেবল প্রিয়জনকে উদ্দেশ্য করে লেখা যায়। তাই আমি ভালোবাসার ছোঁয়া - কবিতা তোমাদের জন্য মনের মাধুরী মিশিয়ে লিখার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভাল লাগবে।
তোমাদের ভাল লাগাই আমার সফলতা। তাহলে প্রিয় বন্ধুগণ, তোমরা ভালোবাসার ছোঁয়া - কবিতা তোমার প্রিয়জনকে লিখে পাঠাতে পারো বা মনের অজান্তেই তার পাশে বসে আবৃত্তি করতে পারো। ভালো থেকো সবাই। ধন্যবাদ।
ভালোবাসার ছোঁয়া - কবিতা
তোমায় আমি ভালোবাসি, হৃদয়ের গভীর থেকে।
তাইতো তোমার ছোঁয়া পেতে চাই, আমি আপন মনে,
তোমার চোখে চোখ রেখেছি দেখতে আকাশের নীড়,
যেখানে স্বপ্নেরা খেলা করে অবিরত নিরব ধীর।
তোমার হাসিতে জেগে ওঠে ভোরের সকল আলো,
তোমার ছোঁয়ায় খুঁজে ফিরি জীবনের সকল ভালো।
আপন মনে বলতে থাকি হাত দুটি ধরো,
চলো, হেঁটে যাই! নিরন্তন পথের ধারে,
তুমি আর আমি একসাথে ভালোবেসে সব হারিয়ে।
যখন থাকি দুজনে একসাথে ,তখন-
কথা কম, অনুভব বেশি, এটাই বুঝি ভালোবাসা।
চোখের ইশারায় সব বুঝে যেও, আমার চিরদিনের আশা।
প্রিয় বন্ধুগণ, তোমরা যখন বিশেষ কোন দিবসে তোমার প্রিয় জনকে কোন কার্ড দিতে চাও তখন সেই কার্ডে ভালোবাসার কবিতা টি লিখে দিতে পারো।
ভালোবাসা থাকে মনের গভীরে তা কেবল অনুভবে বুঝতে হয়, বুঝে নিতে হয় মনের ভাষা পড়ে, কখনো বা চোখের ইশারা।
মনের অজান্তেই যেন প্রিয়জনকে বলতে ইচ্ছে করে -
হাত দুটি ধরো, চলো ভেসে যাই নীল আকাশে
যেখানে লাল - নীল পরীরা খেলা করে ভালোবেসে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url