টুনটুনি পাখি - ছোটদের মজার ছড়া জেনে নাও

Image

টুনটুনি পাখি - ছোটদের মজার ছড়া 

ছোট্ট পাখি টুনটুনি,

জানো নাকি সোনা মনি।

চু - চু করে গাই গান, 

করে নাকো কোন মান।

ভোর বেলায় সে উড়ে যায়,

ডাল থেকে ডালে লাফায়।

গাছের ডালের ফাঁক-ফোকরে,

লুকিয়ে থাকতে পছন্দ করে।

যত খাই পোকামাকড়,

তার চেয়েও বড্ড বেশি চায়।

সূর্যমামা উঠে যখন,

টুনটুনি পাখি বের হয় তখন।

ফুল থেকে ফুলের মাঝে,

খুজে ফেরে মধু।

বৃষ্টি এলে পাতার ফাঁকে,

লুকিয়ে থাকে বধু।

যখন আবার রোদ বের হয়,

খুশিতে তখন পাখা মেলায়।

এইভাবে তার দিন কেটে যায়,

সন্ধ্যা হলে নীড়ে ফিরে যায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url